জাতীয়তাবাদী চিন্তা চেতনায় বিশ্বাসীদের উদ্দেশ্যে অধমের আকুল নিবেদন।
বন্ধুরা, এ সময়ে যোগাযোগ মাধ্যম হিসেবে ফেসবুক এক বিশাল ভূমিকায় অবতীর্ণ। সুতরাং আমাদের এ মাধ্যম ব্যবহারে অধিকতর সাবধান ও নিশ্চিত হতে হবে।
গতকাল ও আজ "আলহামদুলিল্লাহ" লিখে আমরা কি বুজাতে চাইলাম।যেখানে ৪৮ ঘন্টায় জামিন হবার কথা সেখানে আজ ১৮ মাস নেত্রী কারগারে। ধরে নিলাম এখন জামিন হলো,তাহলেও ধিক্কার দিতে হবে,থু থু মারতে হবে।আলহামদুলিল্লাহ বলার কোন অবকাশ নাই। আর জামিন তো হলো না,তাহলে কেন অর্বচীনের মতো আগে খবর পরিবেশন করার জন্য উম্মাদ হয়ে গেলাম?
জিয়াকে হত্যা করে দল কে ক্ষমতা থেকে উৎখাত করে যে এরশাদ রাষ্ট্র,রাজনীতি আর নৈতিকতা ধংশ করলো তার মৃত্যুতে আমরা কেঁদে বুক ভাসালাম।লোক হাসালাম।
আওয়ামী কীট সুমনের কুন্দন দেখে আমরা তালি বাজাতে বাজাতে অজ্ঞান হয়ে যাই।আমরা এতটা আবেগী যে কার পক্ষ নিব কাকে ঘৃনা করবো তা চিন্তা না করে গট্রালিকায় গা ভাসিয়ে দি।
আল্লাহ জাতীয়তাবাদী ভাইদের মগজে একটু মবিল দিন, আমিন।
No comments:
Post a Comment